Posts

Showing posts from May, 2018

ফ্রিতে লেন-দেন করুন bKash এর অফিসিয়াল App দিয়ে। Send Money করতে পারবেন ফ্রি,অতিরিক্ত ৫ টাকা লাগবে না।

Image
আসসালামু ওয়ালাইকুম! প্রিয় পাঠক,আশা করি ভালো আছেন। আপনাদেরকে আরেকটু ভালো রাখার জন্যই, আমরা ট্রিকবিডি টিউনার রা সকল সময় চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা বজাই রাখার জন্য আজ আপনাদের বিশেষ প্রয়োজনীয় একটি এপ নিয়ে হাজির হয়েছি। টাইটেল থেকে হয়তো বুঝেগেছেন যে সেই এপটি হচ্ছে বিকাশ এর। আপনাদের মতো আমিও বিকাশের এপ এর অপেক্ষায় ছিলাম। আমাদের সবার অপেক্ষার পালা শেষ করে এবার বিকাশ তাদের অফিশিয়াল এপ বের করেছে। এপটি প্রথম প্লেস্টোর এ এসেছে গতো ২৫ তারিখ।  দুই দিন আগে এটি নিয়ে ট্রিকবিডিতে একটি পোষ্ট হয়েছিলো,তবে সেটায় এই এপ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি এবং এর লেটেস্ট ভার্সন টিতে যেসব আপডেট এসেছে তা জানাতেই আজকের এই পোষ্ট।   চলুন জেনে নেয় আমাদের জন্য এই এপ টিতে কি কি রয়েছে! এই এপ এর মাধ্যমে আমরা করতে পারবো Mobile Recharge Send Mony Bill Pa Cash Out Balance Check Statements Etc   এখন হয়তোবা আপনি ভাবতে পারেন এগুলো তো আমরা সিম এই করতে পারি তা হলে এপ কেনো? এটাই ডিজিটাল বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া ও লেটেস্ট এই ভার্সন টি দিয়ে আপোনি Send Money করতে পারবেন ...