বাজাজ পালসার এনএস ১৬০



উত্তরা মোটরস বাংলাদেশে লঞ্চ করলো বাজাজ পালসার এনএস ১৬০। এই মোটরসাইকেলটি বাংলাদেশের তৃতীয় মোটরসাইকেল যেটি টিভিসি এপ্যাচি আরটিআর ১৬০ এবং স্পিডার কান্ট্রিমান এর পরে লঞ্চ করা হল। বাংলাদেশের সবথেকে বেশি বিক্রিত মোটরসাইকেলটি হল পালসার ১৫০ সিসি। সেই অনুযায়ী বাজাজ পালসার এনএস ১৬০ এর দাম বাংলাদেশে ধরা হয়েছে ১৯৯,৫০০ টাকা।
লঞ্চিং প্রোগামটি বসুন্ধারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এর পাশে পূর্বাচল ৩০০ ফিট কুড়িল এ অনুষ্ঠিত হয়। প্রোগামে উত্তরা মোটরস লিমিটেড এন্ড বাজাজ অটো লিমিটেড (ইন্ডিয়া) এর উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রোগামে বাজাজ অটো (ইন্ডিয়া) এর পক্ষ থেকে মি.ভিশাল বলেছেন যে বাংলাদেশে তাদের ২৫০ এর বেশি ডিলার আছে এবং তারা  ১০ বছরেরও বেশি সময় ধরে মার্কেট লিডার বাংলাদেশে।বাজাজ পালসার এনএস ১৬০ দেখতে বেশ পেশীবহুল এবং নেকেড স্পোর্টস সেগমেন্টের বাইক। বাইকটি ইঞ্জিন পাওয়ার ১৬০ সিসি ডিটিএস-আই অয়েল কুল্ড ইঞ্জিন। ইঞ্জিনটি থেকে ১৫.৩ বিএইচপি ও ১৪.৬ এনএম টর্ক দিতে সক্ষম। এটার সামনে টেলেস্কোপ সাস্পেনশন ও পিছনে নাইট্রো মনোশক সাস্পেনশন আছে।বাজাজ পালসার এনএস ১৬০ এর টায়ার গুলো এলয় হুইলস ও সামনে ২৪০মি.মি. ডিস্ক ব্রেক ও পিছনে ১৩০ মি.মি. ড্রাম ব্রেক রয়েছে। পিছনে রয়েছে ১১০ স্পেফিকেশন। এছাড়া দুটো টায়ার ই টিউবলেস। অন্যান্য ফিচার এর মধ্যে এটা দেখতে মাস্কুলার টাইপ এবং স্টাইলিশ, এর সামনের হেডলাইট কপি করা হয়েছে বাজাজ পালসার এনএস ২০০ এর প্রেডিটর স্টাইল এর এবং ফ্রেমটি প্যারিমিটার টাইপ।বাইকটি তুলনামূলকভাবে অন্য ১৬০সিসি সেগমেন্ট এর মোটরসাইকেল থেকে বেশ আরামদায়ক। বাইকটি ওজনের দিক থেকে ১৪২ কে.জি. ও ফুয়েল ট্যাংক ১২ লিটার ফুয়েল রাখতে সক্ষম। বাংলাদেশে বাজাজ পালসার এনএস১৬০ এর ৪ ধরণের কালার পাওয়া যাবে সেগুলো হল ম্যাট লাল, ম্যাট নীল, ম্যাট সাদা এবং ম্যাট ধূসর।উত্তরা মোটরস বাংলাদেশে গত ২০০২ সালে বাজাজ পালসার লঞ্চ করে। কিন্তু প্রশ্ন হল যে কবে আর একটি ১৬০ সিসি আসবে। উত্তরা মোটরস বাংলাদেশে বাজাজ পালসার এনএস ১৬০ লঞ্চ করছে। এছাড়া টিভিএস তাদের আরটিআর সিরিজের ১৬০সিসি বাইক লঞ্চ করেছে অবিশ্বাস্য দামে। এখন আমরা হোন্ডা সিবি হরনেট এর লঞ্চ এর জন্য অপেক্ষা করছি যেটা ১৬০সিসি সেগমেন্ট এর মোটরসাইকেল ঝড় তুলতে পারে বাংলাদেশে

Comments

  1. Borgata Hotel & Casino | Wooricasinos
    The Borgata Hotel 토토 라이브 스코어 & Casino in moonpay Atlantic 마틴게일 전략 City is a three-story luxury 1xbet korean hotel with 690 rooms, suites and club w88 villas. The resort boasts

    ReplyDelete

Post a Comment

I do not know much about it. But I spread out what I know

Popular posts from this blog

অন্যের সিমের ২০ সেকেন্ড ওয়েটিং সব কল নিয়ে আসুন আপনার সিমে ১০০% with proof

blogspot সম্পর্কে কিছু কথা,এবং blogspot থেকে টাকা আয়

ফ্রিতে লেন-দেন করুন bKash এর অফিসিয়াল App দিয়ে। Send Money করতে পারবেন ফ্রি,অতিরিক্ত ৫ টাকা লাগবে না।