কম্পিউটার ও কিছু তথ্য যা আপনার কম্পিউটারকে আরও সুরক্ষিত ও দ্রুততর করে তুলবে
সবাইকে স্বাগতম কম্পিউটার নিয়ে আমার ব্যতিক্রমধর্মী পোষ্টে। নিচের কাজ গুলো করলে আপনার পিসি স্পিডি হবে পাশাপাশি অনেক সমস্যা হতে মুক্তি পাবেন।
1) কম্পিউটারে System Restore বন্ধ করে রাখুন। কারন এতে Viru সহ অন্যান্য ফাইল জমে থাকে যা অপারেটিং সিস্টেম পুনরায় সেটাপ দিলেও
মুছে না এবং System Restore করার সময় পুনরায় চলে আসে।
System Restore বন্ধ করার জন্য মাই কম্পিউটারে রাইট ক্লিক করে
Properties সিলেক্ট করে System Restore ট্যাব এ যান এবং
Turn off System Restore on all drives এর টিক তুলে দিন ।
2) কম্পিউটারে অনেক পরিবর্তন করা নিজের মত সাজিয়ে নেওয়া যায়।
- এজন্য Run এ gpedit.msc লিখে
OK করে যে অপশন আসবে তা থেকে আপনি আপনার পছন্দ মতো
- পরিবর্তন করতে পারবেন। তবে অবশ্যই এই অপশনটি সাবধানে ব্যবহার করবেন।3) কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে যেকোনো Cleaner Softwareব্যবহার করুন।4) কম্পিউটারকে সবসময় বাতাস চলাচল করে এমন স্থানে রাখা ভালো যাতেকম্পিউটারে তাপ বাড়তে না পারে।5) কম্পিউটারে যাতে পোকা মাঁকড় না ঢুকতে পারে সেদিকে নজর রাখবেন।6) কম্পিউটারে সবসময় ANTI-VIRUS ব্যবহার করুন এবং একাধিককম্পিউটার থাকলে আপডেট ফাইলআলাদা ভাবে নামান। এতে আপনার প্রতিটি কম্পিউটারে ANTI-VIRUSআলাদা করে আপডেট করতে হবে না। যদি আপনার কম্পিউটারে ইন্টারনেটথাকে তবে কমপক্ষে একদিন অন্তর অন্তর আপডেট করুন। নয়তো প্রতি সপ্তাহেঅন্তত একবার করে আপডেট করুন।7) যদি আপনি আপনার কম্পিউটারের কোনো ফানশন বুঝতে না পারেন তবেনিজে নিজে তা সমাধান করতে চেষ্টা করবেন না। এতে আপনারকম্পিউটারের সমস্যা হতে পারে। কোনো অভিজ্ঞ কারো সহায়তা নিয়েসমাধান করতে পারেন অথবা ইন্টারনেট এ সমস্যাটার সমাধান খুঁজে দেখতে পারেন।8) কম্পিউটারে কোনো ফাইল পেন ড্রাইভ বা অন্য কোনো ভাবে আনার সময়তা অবশ্যই ANTI-VIRUS দিয়ে চেক করে নিবেন যাতে তা আপনারকম্পিউটারে VIRUS আক্রমণ করতে না পারে।9) C.P.U. , MOUSE , KEY-BOARD এবং অন্যান্য পার্টস সব সময়পরিষ্কার রাখার চেষ্টা করবেন যাতে ময়লা জমতে না পারে। বিশেষকরে MOUSE এর নিচে এবং KEY-BOARD এর ফাঁকে ময়লা বেশিজমে। তাই তা পরিষ্কার রাখার ব্যবস্থা করবেন।10) অনেকের কম্পিউটারে সবসময় শব্দ হতে থাকে। এই শব্দটি অনেকটা ফ্যানঘুড়তে থাকার মতো। এতে অনেকে কম্পিউটারের পার্টস নষ্ট হয়ে গেছেমনে করে ভয় পায়। এটি তেমন কোনো সম্যস্যা নয়। শুধু C.P.U.খুলে ফ্যানের পাখায় থাকা ময়লা পরিষ্কার করলেই হবে। তবে এই কাজটিখুবই সাবধানে করতে হবে যাতে ফ্যানের কোনো সম্যস্যা না হয়।11) যদি আপনি আপনার পছন্দের কোনো সর্টকার্ট Windows Explorer এরউপরের Toolbar এ যুক্ত করতে চান যেমন Move To , Copy Toতবে আপনার Toolbar এ ডানপাশের খালি জায়গায় ডান ক্লিক করুন।CUSTOMIZE এ ক্লিক করে যেকোন পরিবর্তন করতে পারবেন।12) যদি আপনি কোনো ভালো ব্রান্ডের মোবাইল সেট কিনেন তবে কিনার সময়দেখে নিবেন SOFTWARE DISK & DATA CABLE আছে কিনা।যদি না থাকে তবে দোকান থেকে চেয়ে নিবেন। কারণ এগুলোকম্পিউটারের সাথে মোবাইলের সংযোগ দিতে প্রয়োজন পরে। তাছাড়ামোবাইলের অনেক সম্যস্যা সমাধান করতে এগুলোর প্রয়োজন। সাধারণতএগুলো মোবাইলের সাথে ফ্রী পাওয়া যায়।13) যদি আপনি কম্পিউটারের ইন্সটলকৃত সফটওয়্যারের সব সুযোগ সুবিধাব্যবহার করতে চান তবে লাইসেন্স সফটওয়্যার ব্যবহার করুন। কারণলাইসেন্স ছাড়া বেশির ভাগ সফটওয়্যারে সব কাজ করা যায় না। সেইসাথে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার বন্ধ করুন। কারণ এতে যারা কষ্টকরে আপনার সুবিধার্থে এসব সফটওয়্যার তৈরি করছে , তারা তাদের প্রাপ্তমজুরি থেকে বঞ্চিত হচ্ছে।14) কম্পিউটারে ভাইরাস আক্রমণ করছে কিনা তা জানতে নিয়মিতTools >- Folder options >- View >- Hidden files andfolders অপশনে Show hidden files and folders এ টিক চিহ্নআছে কিনা দেখুন। যদি আপনি সব সময় টিক চিহ্ন দিয়ে রাখেন এবংপরে তাতে টিক চিহ্ন না থাকে তবে বুঝতে হবে কম্পিউটারেভাইরাস আছে।15) ধরুন আপনি কোনো পছন্দের ফন্টে কিছু লিখেছেন এবং তা আপনার কোনোবন্ধুকে পাঠাতে চাচ্ছেন কিন্তু আপনার বন্ধুর কাছে সেই ফন্টটি নাও থাকতেপারে। তাই সেই ফাইলটির সাথে সেই ফন্টটিও পাঠিয়ে দেন। এতেফাইলটি পড়তে তার কোনো সম্যস্যা হবে না।16) কম্পিউটার সম্পর্কে ধারণা রাখুন। জেনে নিন এর কোন পার্টসের নামকি। কোনটির কাজ কি। কোন টি কিভাবে সংযোগ করতে হয়।কিভাবে অপারেটিং সিস্টেম ইন্সটল করতে হয়। এতে আপনি আপনারসম্যস্যা গুলো নিজে নিজে সমাধান করতে পারবেন। এতে কম্পিউটারএক্সপার্ট এনে কম্পিউটার মেরামত করার প্রয়োজন পরবেনা এবং আপনারঅর্থ বাঁচবে।
Comments
Post a Comment
I do not know much about it. But I spread out what I know