অ্যান্ড্রয়েড ফোনের জন্য কয়েকটি টিপস

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।ট্রিকবিডির সাথে থাকলে ভালো থাকারই কথা।এখন আমরা বেশিরভাগই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। আজ আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য কয়েকটি টিপস শেniয়ার করব।যা আপনাদের আশা করি কাজে লাগবে


ফোনের ব্রাইটনে্সয নিয়ন্ত্রন:

আমাদর অনেকের স্মার্টফোনের ডিসপ্লেতে আমরা সারাদিন একই ধরণের ব্রাইটনেস দিয়ে থাকি। যেখানে পর্যাপ্ত আলো রয়েছে সেখানে কম ব্রাইটনেসেও কাজ করা যায়। তাই সেখানে ব্রাইটনে কম রাখাই উত্তম। আবার সূর্যের আলোতে কম ব্রাইটনেসে ডিসপ্লে দেখা যায় না। সেক্ষেত্রে ব্রাইটনেস বাড়িয়ে নিলে দেখতে সুবিধা হয়। আবার ঘরের ভেতর চলে আসলে ব্রাইটনেস কমিয়ে নিলে ফোনের ডিসপ্ল এবং ব্যাটারি দুটোই ভালো থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে ৩০ থেকে ৪০ শতাংশতে মোবাইল ব্রাইটনেস রাখা ভালো।তাই  সবসময় ব্রাইটনেস এই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করুন

অ্যামোলিড স্ক্রিন:

স্মার্টফোনের জনপ্রিয় ডিসপ্লের মধ্যে অ্যামোলিড স্ক্রিন বেশ এগিয়ে রয়েছে। তবে অ্যামোলিড ডিসপ্লে যেহেতু একটি উজ্জ্বল ডিসপ্লে তাই ওয়ালপেপার পছন্দের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। কালো রঙের ওয়ালপেপার ব্যবহার করা উত্তম। এতে ব্যাটারি ব্যবহার খরচ কম হবে।
অ্যাপস শর্টকাট:
গুগল প্লে স্টোর থেকে নতুন অ্যাপ ডাউনলোড করার সময় শর্টকাট আইকন তৈরি হয়ে থাকে হোমস্ক্রিনে। গুগল প্লে অ্যাপের মেনু থেকে সেটিংসে গিয়ে শর্টকাট বন্ধ করে দিন।
সাইলেন্ট মুড:
ঘুম বা আরামের সময় ফোনকল, মেসেজ বা অ্যালার্ট সিস্টেম সাইলেন্ট করে রাখুন। অ্যান্ড্রয়েড ফোনে ‘ডু নট ডিস্টার্ব’ মোড নামের একটি মোড রয়েছে, যা সেট করে রাখলে আর বিরক্তি আসবে না। সেটিংসে গিয়ে সাউন্ডস সেটিংসে এ ফিচার চালু করতে পারেন অথবা সাইলেন্ট মুড ও ব্যবহার করতে পারেন ভলিউম কি ব্যবহার করে।

স্কিন লক:

আপনার স্মার্টফোনে টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। তাই পকেটে থাকলেও অনেক সময় কল চলে যেতে পারে। বার বার পাওয়ার অন অফ বাটন চেপে ফোন লক করলেও ঐ বাটনের জন্য ক্ষতি। তাই স্ক্রিন লক অপশন ব্যবহার করতে পারেন। ফোনে না থাকলেও গুগল প্লে সেন্টারে এ ধরণের অ্যাপস রয়েছে অনেকগুলো। ডাউনলোট করে ব্যবহার করা শুরু করুন। আশা করি বুঝতে পেরেছেন।এই পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।

Comments

Popular posts from this blog

অন্যের সিমের ২০ সেকেন্ড ওয়েটিং সব কল নিয়ে আসুন আপনার সিমে ১০০% with proof

blogspot সম্পর্কে কিছু কথা,এবং blogspot থেকে টাকা আয়

ফ্রিতে লেন-দেন করুন bKash এর অফিসিয়াল App দিয়ে। Send Money করতে পারবেন ফ্রি,অতিরিক্ত ৫ টাকা লাগবে না।