★যাদের ১৮ বছর হয়েছে অথচ অনলাইন NID COPY বের করতে পারেন নি।। তারা দেখে নিন।

★বিসমিল্লাহহীর রহমানীর রাহীন

★যাদের ১৮ বছর হয়েছে অথচ অনলাইন NID COPY বের করতে পারেন নি।। তারা কিভাবে NID Copy বের করবেন
তো কাজে নেমে পড়ি।।😇
যা যা লাগবে →
১. অবশ্যই ১৮ বছর হতে হবে
২. ভোটার রিলিজ স্লিপের নাম্বার
৩. জন্মতারিখ,
৪. বাবার নাম
নিয়মাবলী →
প্রথমে ১০৫ (চার্জ ফ্রি,, রবি-বৃহস্পতি, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত) কল করে ১/২ মিনিট পর ৯ চাপবেন,, রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলার জন্যে !!
৩/৪ মিনিট অপেক্ষা করতে হবে, (আমি ৬ মিনিট পর কথা বলতে পেরেছি)
তারপর আপনি আপনার NID অনলাইন কপি নেয়ার ব্যাপারে বলবেন,, রিপ্রেজেন্টেন্টিটিভ আপনার ৮ সংখ্যার ফর্মের নাম্বারটি চাইবে সেটা দিবেন,
আপনার জন্মতারিখ চাইবে,
আপনার বাবর নাম চাইবে,,
সব দেয়া হয়ে গেলে আপনাকে আপনার NID নম্বর বলে দিবে,, আপনি NID নাম্বারটি লিখে রাখবেন
এখন আপনি কি ভাবে অনলাইন কপি পাবেন ??
প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের এই লিংকে যেতে হবে
https://services.nidw.gov bd/registration
★ bd সমানে স্পেস কেটে দিয়ে ডট বসান
তারপর রেজিস্টার পেজে যা যা আছে সব পূরণ করে রেজিস্টারের ক্লিক করুন
পাসওয়ার্ড (@Pollock1) এরকম দিবেন
এবার আপনার নম্বরে ১ টা কোড আসবে,, ঐ কোড বসানোর পর আপনাকে লগইন পেজে নিয়ে যাবে,,
লাগইন পেজে গিয়ে
আপনার NiD নম্বর,
জন্মতারিখ,
পাসওয়ার্ড,
ভেরিফিকেশন কোড মোবাইল করে দিন
ক্যাপচা পূরন করুন এবং সামনে ক্লিক করুন,,
ব্যাস কাজ শেষ !!! আপনি পেয়ে গেলেন আপনার NID এর অনলাইন কপি !!!

Comments

Popular posts from this blog

অন্যের সিমের ২০ সেকেন্ড ওয়েটিং সব কল নিয়ে আসুন আপনার সিমে ১০০% with proof

blogspot সম্পর্কে কিছু কথা,এবং blogspot থেকে টাকা আয়

ফ্রিতে লেন-দেন করুন bKash এর অফিসিয়াল App দিয়ে। Send Money করতে পারবেন ফ্রি,অতিরিক্ত ৫ টাকা লাগবে না।