[Super Offer] নতুন Airtel সংযোগ নিলেই পাচ্ছেন মাত্র 9 টাকায় 1GB ইন্টারনেট। সর্বোচ্চ 10 বার।

আস্সালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। কেননা TrickBD এর সাথে‌ থাকলে সবার ভালো থাকারই কথা।
তো বন্ধুরা আজকের পোস্টটি হলো Airtel সিম কে নিয়ে।
Airtel বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি মোবাইল অপারেটর।
বিশেষ করে অফারের দিকগুলো বিবেচনা করলে এটি দূর্দান্ত।
এই ফেব্রুয়ারী মাসে Airtel সিম কোম্পানি দিচ্ছে দূর্দান্ত দুইটি অফার।

অফার 1:


এয়ারটেল এর কোম্পানি নির্ধারিত মূল্য দিয়ে সঠিক ভাবে একটি সিম কিনলেই পাচ্ছেন আরেকটি সিম সম্পূর্ণ ফ্রী।
তবে এতে আপনাকে সঠিক ভাবে বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করে ক্রয় করতে হবে। কাস্টমার কেয়ার সার্ভিস থেকে সিমটি নিতে হবে। লোকাল শপে ক্রয় করলে অফারটি পাবেন কি না জানি না। তবে আমি কাস্টমার কেয়ার সার্ভিস থেকে নিতে Suggest করব।

Offer 2:

নতুন সংযোগ নেয়ার সবথেকে আকর্ষনীয় দিকগুলো এটি।
নতুন সংযোগে আপনি পাচ্ছেন 9 টাকায় 1GB ইন্টারনেট।
যার নেয়ার থাকবে 7 দিন।
আপনি প্রতি মাসে 1GB করে কিনতে পারবেন। সিম কেয়ার সর্বোচ্চ 10 মাস পর্যন্ত আপনি অফারটি পাবেন।
আশা করি পোস্টটি সকলের কাজে আসবে। 

Comments

Popular posts from this blog

অন্যের সিমের ২০ সেকেন্ড ওয়েটিং সব কল নিয়ে আসুন আপনার সিমে ১০০% with proof

blogspot সম্পর্কে কিছু কথা,এবং blogspot থেকে টাকা আয়

ফ্রিতে লেন-দেন করুন bKash এর অফিসিয়াল App দিয়ে। Send Money করতে পারবেন ফ্রি,অতিরিক্ত ৫ টাকা লাগবে না।